পটুয়াখালীতে চেম্বারের সভাপতি দশম শ্রেনীর ছাত্রী

পটুয়াখালীতে চেম্বারের সভাপতি দশম শ্রেনীর ছাত্রী

রেজাউল ইসলাম, পটুয়াখালী :
দি-পটুয়াখালী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর ব্যতিক্রমধর্মী উদ্যোগ ”গালর্স টেকওভার” অনুষ্ঠানে পটুয়াখালী সরকারী বালিকা বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী  শিশু অধিকার কর্মী তাসনীম বিনতে মনি এক দিনের জন্য পটুয়াখালী চেম্বার অব কমার্সের সভাপতির (প্রতিকী) দায়িত¦ পালন  করে নারীরাও পারে এক অনন্য উদারন সৃষ্টি করতে সক্ষম হলেন মনি।
বেসরকারী আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা চষধহ ওহঃবৎহধঃরড়হধষ ইধহমষধফবংয,   আয়োজনে প্রতিকী দায়িত্ব পালনের অংশ হিসেবে দশম শ্রেনীর ছাত্রী  তাসনীম বিনতে মনি শুক্রবার সকাল ১০টায় চেম্বার অব কমার্সের সভাপতি মহিউদ্দিন আহমেদ এর কাছ থেকে সভাপতির দায়িত্ব গ্রহন করে পরিচালকদের মাসিক সভায় সভাপতিত্ব করেন। তিনি ব্যবসায়ীদের উন্নয়নের পাশাপাশি নারী সমাজের উন্নয়নে বিশেষ করে স্কুল, কলেজগামী ছাত্রীরা নিরাপদে লেখাপড়া করতে পারে এবং বাল্য বিবাহ ও  ইভটিজিং প্রতিরোধে অগ্রনী  ভূমিকা পালনে ব্যবসায়ী নেতৃবৃন্দের প্রতি আহবান জানান। এ সময় বক্তব্য রাখেন চেম্বারের সভাপতি মহিউদ্দিন আহমেদ,  পরিচালক সাইদুর রহমান, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের ডিভিশনাল ম্যানেজার শাহরুখ সোহেল, বেসরকারী উন্নয়ন সংস্থা শুকতার মহিলা সংস্থার নির্বাহী পরিচালক মাহফুজা ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন চেম্বারের সহ সভাপতি খন্দকার ফরহাদুজ্জামান বাদল।
এর পর তাসনীম বিনতে মনি পটুয়াখালী জেলা ক্যামিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। এ মতবিনিময় সভায় তাসনীম বিনতে মনি ঔষধের দোকান সমূহে নারী ক্রেতাদের প্রতি সুদৃষ্টি কামনা করে দোকানে নারী কর্মী নিয়োগের জন্য অনুরোধ করেন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির সভাপতি আলহাজ্ব ইমতিয়াজ উদ্দিন আহমদ, সাধারন সম্পাদক শহিদুল ইসলাম, সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা আঃ জব্বার, সিরডা পরিচালক অধ্যাপক মিহির কান্তি শীল।
প্রকাশ, জাতিসংঘ কর্তৃক ঘোষিত আন্তর্জাতিক কন্যা দিবস (ওহঃবৎহধঃরড়হধষ উধু ড়ভ ঃযব এরৎষ) উপলক্ষে নারীর নেতৃত্ব, নারীর অংশগ্রহণ, সিদ্ধান্ত গ্রহণ এবং তাদের বিকশিত করার লক্ষ্যে পটুয়াখালী চেম্বার অব কমার্সের সভাপতি  হিসেবে তাসনিম বিনতে মনি এ প্রতিকী দায়িত্ব পালন করেন।  
উল্লেখ্য তাসনীম শিশু বিবাহ বন্ধ করা, ঝরেপড়া শিশুকে স্কুলগামী করা, বিশেষ করে পিছিয়েপড়া দরিদ্র জনগোষ্ঠীর মেয়ে শিশুদের শিক্ষার জন্য সচেতনতা তৈরী, মাদকাসক্তির কুফল সহ বিভিন্ন সামাজিক সচেতনতামূলক কাজের নেতৃত্ব দিয়ে আসছে যা সর্বত্র প্রশংসিত। তাসনীম  তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন ” আমি অত্যন্ত আনন্দিত যে, একজন মেয়ে শিশু হিসেবে আজকে আমি পটুয়াখালী চেম্বার অব কমার্সের সভাপতির দায়িত্ব পালন করেছি। আমি জেনেছি সভাপতি কিভাবে দক্ষতার সাথে দায়িত্ব বন্টন করেন, সদস্য সহ অন্যান্য স্টেকহোল্ডারদের সাথে যোগাযোগ করেন এবং সভা পরিচালনা করেন। এ দায়িত্ব পালনের মাধ্যমে আমি যেমন শিখেছি তেমনি উৎসাহিত হয়েছি যা আমাকে আত্মবিশ্বাসী করেছে এবং আমি মনে করি এ ধরনের উদ্যোগ সারা দেশের নারী শিশুদের উৎসাহিত করবে, তারা আত্মবিশ্বাসী হবে এবং নারী –পুরুষের সহাবস্থানের মাধ্যমে একদিন এ দেশ অবশ্যই সমৃদ্ধশালী হবে।”
সভায় চেম্বার অব কমার্স এর সভাপতি জনাব মহিউদ্দিন আহম্মেদ তাঁর বক্তব্যে বলেন, কন্যা শিশুরা বাল্য বিবাহের শিকার সহ বিভিন্ন বৈষম্যের শিকার এবং অনেক নারী উদ্যোক্তা আছেন কিন্তু চেম্বারে তাদের প্রতিনিধি নেই তাই নারীদের এগিয়ে নিতে পটুয়াখালী চেম্বার অব কমার্স আগামীতে চেম্বারে নারী প্রতিনিধি নিশ্চিত করবে এবং ফার্মেসীগুলিতে নারীদের মানসম্পন্ন সেবা প্রদানের জন্য নারী বিক্রয় প্রতিনিধি নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।